Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

 

কোন সেবা গ্রহণের জন্য উপজেলা সমবায় অফিসে আবেদন করতে হবে। আবেদন পাওয়ার পর সমবায় অফিসার দেখার পর সংশ্লিষ্ট সহকারীদের নিকট প্রেরণ করা হয়। সহকারী আইন ও বিধি অনুযায়ী ফাইল নোট দিয়ে সমবায় অফিসারের নিকট উপস্থাপন করবেন। সমবায় অফিসার ফাইলে আদেশ দিবেন। আদেশ অনুযায়ী সহকারী কাজ করবেন।

সমবায় অফিসে আবাসন, আশ্যয়ণ প্রকল্প দেখাশুনা করা এবঙ ঋণ বিতরন কাজ করা হয়।

 

উপজেলার বিভিন্ন সমবায় সমিতির দেখাশুনা করা এবং ঋণ বিতরণ ও আদায় করা এ অফিসের কাজ।

 

কোন সমিতি নতুন রেজি: করতে চাইলে সকল কাগজপত্র যাচাই বাছাই করে রেজি: করা এ অফিসের কাজ।

 

এছাড়া দাপ্তরিক কাজকর্মসহ অন্যান্য দায়িত্ব পালন করা হয়।